
আয়নাল হক রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের রৌমারী টু ঢাকা রাস্তার সংযোগ ঝগড়ার চর হইতে কাউয়ার চর গ্রামে যাওয়ার ক্ষতিগ্রস্থ বেরিবাঁধ রাস্তার মেরামত এর শুভ উদ্বোধন করেন। (২৭শে মার্চ) বুধবার ২৮ কুড়িগ্রাম ৪ আসন জাতীয় সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ এমপি মহোদয়। দীর্ঘ কয়েক বছর আগে ভয়াবহ বন্যার স্রোতে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এতে ওই এলাকার প্রায় ৬টি গ্রামের মানুষ চরম দূর্ভোগ পোহাত। দূর্ভোগ নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর ( এফসিডি) এসপি নং ২১০১০ আওতায় কাজ সম্পন্ন করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মাহবুবুল আলম বাদল, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রৌমারী উপজেলা শাখা আবুল কালাম আজাদ, ৩ নং বান্ধবের যুবলীগ সভাপতি শামসুদ্দোহা, মাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, উপসহকারি জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার জুলহাস, দাঁতভাঙ্গা ইউপি সদস্য শাহজাহান খান, আকতার হোসেন, সাংবাদিক আয়নাল হক, লিটন সরকার, আব্দুল খালেক, ইয়াছিন আলী, লাল মিয়া, বেরিবাধ বাস্তবায়ন কমিটির সভাপতি জোবায়েদ হোসেন ও সধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।