
মোঃ কামাল উদ্দিন, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, পৌরসভা,স্বাস্থ্য কমপ্লেক্সে,মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সকাল ৮ টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলওয়াত,জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও ফানুস উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে শহীদদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল,বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক প্রমূখ। সঞ্চালনায় সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, পরে প্যারেড ও কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস,গার্লস গাইড,স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার বিতরণ করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গদের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় |