
মোঃ কামাল উদ্দিন,জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মডেল থানার ওসি মাহমুদুল হাসান, প্রাণী সম্পদ অফিসার রিজভী আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহজাদা বুলবুল ও আবু বক্কর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম তরফদার, আব্দুন নুর লাল মাষ্টার, নওজেস আলী,মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,এনজিও প্রতিনিধি জাহিদ হাসান প্রমূখ। এর পূর্বে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও এক মিনিট নিরাবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।