
আয়নাল হক রৌমারী কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারীতে নলবাড়ী এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে রৌমারী থানাধীন। ৩নং বন্দবেড় ইউনিয়নের নলবাড়ী এলাকার মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা-মোঃ সুরুজ্জামান, সাং-বাইটকামারী থানা-রৌমারী,জেলা-কুড়িগ্রাম BMB ইটভাটার সামনে পাখিউড়া হইতে টাপুরচর বাজার গামী চলমান পাকা রাস্তা থেকে শুকনা গাঁজাসহ ১ টি মোটরসাইকেল আটক। তরিখ ১৯/০৩/২০২৪ মঙ্গলবার। অভিযান চলাকালীন সময়ে ছিলেন এস আই (নিঃ)/মোঃ এনামুল হক, এস আই (নিঃ)/মামুন মিয়া, এ এস আই (নিঃ)মোঃ আলমগীর হোসেন, কং/৬২৬ মোঃ শফিউর রহমান, কং/৭৫১ মোঃ মোস্তাইন খাঁন, কং/৮৮০ মোঃ মোখলেছুর রহমান। ধৃত আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং খেরুয়ারচর থানা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম। এবং আসামীর কাছে হইতে ০১ (এক) কেজি শুকনা গাঁজা ও ০১টি লাল রংয়ের চায়না ১৬৫ সিসি রেজিঃ বিহীন মোটর-সাইকেল সহ রৌমারী থানায় আটক। রৌমারী থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন এই বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।