
রামগড়, খাগড়াছড়ি( প্রতিনিধি):-
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জম্মবার্ষিকী উপলক্ষে – বঙ্গবন্ধু প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।রামগড় উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,রামগড় উপজেলার নির্বাহী অফিসার মমতা আফরিন, সহকারী কমিশন (ভূমি) মানস চন্দ্র দাস সহ
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বাংলাদেশ আওয়ামী লীগের রামগড় উপজেলা শাখার অঙ্গ সংগঠনের সহযোগী, মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধের সন্তান বৃন্দ । জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুলোতে
চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী,শিক্ষা সামগ্রিক বিতরণ, রচনা প্রতিযোগিতা, মাহে রমজানে ইফতার সামগ্রিক বিতরণ সহ আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আয়োজন করা হয়।দিবসের র্যালিটি উপজেলা
প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকায় গুরুত্বপূর্ণ স্থান প্রশিক্ষণ করে রামগড় উপজেলা মিলনায়তনে সামনে গিয়ে শেষ হয়।পরে মিলনায়তনে হল রুমে আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রিক ও পুরস্কার বিতরণী করেন।
ওদিকে সকাল ১১ঃ০০টায় রামগড় থানার অফিস ইনচার্জ( ওসি) দেব প্রিয় দাসে সহযোগিতায় রামগড় পৌরসভা ০১নং ওয়ার্ডের নিতাই বৈষ্ণব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জম্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রিক বিতরণ ও দূপুর ১২ঃ০০টায় হতদরিদ্র মানুষের মাঝে মাহে রমজানে ইফতার সামগ্রিই বিতরণ করেন। নিতাই বৈষ্ণব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রিক বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় থানার অফিস ইনচার্জ (ওসি) জনাব দেব প্রিয় দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌর সভার ০১ নং ওয়ার্ডের কাউন্সিল জনাব আবদুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা এবং সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কামাল, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ।