আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী এ্যাডঃ আবুল বাষার মঞ্জুর আয়োজনে উপজেলা প্রেসক্লাব রৌমারীতে সাংবাদিকদের সাথে পবিত্র মাহে রমজানের ৬ষ্ট রোজা ১৭ই মার্চে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় উপজেলা প্রেসক্লাবে এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার) আব্দুল খালেক, প্রভাষক ফেরদৌস আহমেদ, প্রভাষক মাঈদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, শওকত আলী সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব, মাসুদ পারভেজ রুবেল সাংগঠনিক সম্পাদক উপজেলা প্রেসক্লাব, সহসাংগঠনিক সম্পাদক আয়নাল হক, কেশিয়ার আকতার হোসেন, লিটন সরকার সহ অন্যান্য সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
চেয়ারম্যান পদ প্রার্থী আবুল বাষার মঞ্জু বলেন, মাহে রমজান মাসের রোজা আমাদের আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রোজাদারদের জন্য এ ইফতারের আয়োজন করতে পেরে এবং দুমুঠো খাওয়াতে পেরে আমি আনন্দিত। তিনি আরোও বলেন, আমি আগামি উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী হতে চাই। আপনাদের সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি। সেই সাথে আপনাদের এলাকার লোকদের কাছে গিয়ে আমার পক্ষে ভোটের কথা বলার জন্যও অনুরোধ করছি।