রাজশাহী জেলা প্রধানত কৃষি প্রধান জেলা । এই জেলার কৃষি পণ্য আম যা বাংলাদেশ ও বিশ্বের অনেক দেশে বিখ্যাত । আমের জন্য দুনিয়া জুড়ে খ্যাতি রয়েছে রাজশাহীর । তবে রাজশাহীর মিষ্টি পানের খ্যাতি রয়েছে দেশের ভিতরে ও বাহিরে । এই বছরের শুরুতে রাজশাহীর পান নিয়ে এসেছে নতুন সুখবর ।
জানা গেছে , রাজশাহীর সুমিষ্ট পান পেয়েছে স্বীকৃতি। জিআই স্বীকৃতি পাওয়ার পান চাষে যুক্ত হয়েছে নতুন মাত্রা ।
জিআই স্বীকৃতির বিষয় টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।
পানকে বলা হয় ক্যাশ ক্রুপ বা অর্থ কারী ফসল । এবং কৃষকরা পান বরজ ( পান চাষের জন্য তৈরি জায়গা কে বুঝায় ) কে বলেন ক্যাশ ব্যাংক । যখন প্রয়োজন হয় তখন পানপাতা তুলে সরাসরি বিক্রি করেন । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে একবিঘার পানবরজ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করেন । প্রতি বিঘা জমিতে এককালীন পানবরজ তৈরিতে খরচ হয়
দেড় থেকে দুই লাখ টাকা।
রাজশাহী জেলায় পান চাষির সংখ্যা প্রায় ৫০ হাজারের বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে পান চাষ হয়েছে । যা থেকে প্রায় ৮০ হাজার ৪২০ টন পান উৎপাদন হয়েছে। রাজশাহীর সব থেকে বেশি পান চাষ করা হয় পুঠিয়া, দূর্গাপুর , পবা , মোহনপুর, বাগমারা উপজেলায় । এই উপজেলার পান বরজের সংখ্যা প্রায় ৫০ হাজার ।
এসব উৎপাদিত পান জেলার প্রায় ২৫ ৩০ টি হাটে বিক্রি হয় । আর এতে করে বেড়েছে নতুন কর্মসংস্থান ।
স্থানীয় কৃষকরা বলেন এই পানবরজে কাজ করে তাদের সংসার চলছে এবং তৈরি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান ।
রাজশাহী জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ বলেন রেশম ওআমের পাশাপাশি পানও অর্থনীতি তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।