হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার ধান বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের ১নং খাস খতিয়ানভুক্ত ভূমিতে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল জানান,মাধবপুর বাজারের অভ্যন্তরে বাংলাদেশ সরকারের ১ নং খাস খতিয়ানভুক্ত অনেক জায়গা রয়েছে এর মাঝ থেকে ৩০ শতক সরকারি ভূমি দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত বিন কুতুব।