
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ফাহাদ হোসেন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন ওই গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে।
নিহত ফাহাদ এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।স্থানীয়রা জানান, সকালে ওই স্কুলছাত্র মোটরসাইকেলযোগে গ্রামের মাঠ থেকে গরুর জন্য ঘাস নিয়ে আসার সময় রেল ক্রসিংএ দূর্ঘটনার কবলে পড়ে ।
পথে রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে চিলাহাটীগামী রুপসা-৭২৭ নং ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ১০ থেকে ১৫ গজ দূরে চলে যায়।
রেল পুলিশ ও কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন ঘটনা স্থল পরিদর্শন করেন।