
জেলা প্রতিনিধি, জামালপুর
আজ পবিত্র শবে বরাত
হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রজনিটি সারা বিশ্বের মুসলমান রা শবেবরাত বা ভাগ্য রজনী হিসেব পালন করে থাকেন |
১৪ই শাবান রাতটি ‘ লাইলাতুল বরাত’ বা ভাগ্য রজনী হিসেব ও পরিচিত |
আজ রবিবার ২৫ শে ফেব্রুয়ারী রাতে সারা বাংলাদেশে ও বিশ্বের কিছু মুসলিম দেশে পালিত হবে পবিত্র শবে বরাত | ফার্সি শব্দ গুচ্ছ শবে বরাতের বাংলা হচ্ছে ভাগ্য রজনী |
অনেক মুসলমানদের বিশ্বাস শাবানের ১৪ তারিখ রাতে পরবর্তী বছরের মানুষের ভাগ্য নির্ধারণ হয় | এ রাতকে মুসলিম উম্মাহ পালন করেন মহমান্বিত ভাগ্য রজনী হিসেবে |
শবেবরাতের আরবি হচ্ছে লাইলাতুল বরাত | ইসলাম ধর্মা লম্বীরা বিশ্বাস করেন এ রাতে রয়েছে পাপ মোচনের সুযোগ, নির্ধারীত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক, বরকত,রহমত ওআমল |
আল্লাহর সান্নিধ্যে পেতে ও ক্ষমালাভের আশায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও সারারাত ইবাদত বন্দেগি, জিকির আসকার,মিলাদ মাহফিল, তসবি তাহলিল,নফল নামাজ ও কোরআন তিলওয়াতে মশগুল থাকবেন শবেবরাতে |
অনেকে মৃত পিতা মাতা,ভাইবোন ও আত্মীয়৷ স্বজনের কবর জিয়ারত করেন ,
অনেক মসজিদে দেশের জন্য, দেশের কল্যাণের দোয়া করে থাকেন |
এ দিকে, পবিত্র শবেবরাত উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বানী দিয়েছেন | শবে বরাত সবার জন্য ক্ষমা, বরকত,সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন তারা |