২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর কর্মকর্তারা।
এসময় আবু ইউসুফ( বিভাগীয় বন কর্মকর্তা) উপকূলীয় বন বিভাগ- নোয়াখালী, কাজী তারিকুর রহমান(সহকারী- বন সংরক্ষক)নোয়াখালী,মোঃ ইব্রাহীম খলিল(বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা)।
এ সময় বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন- ২১ ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সহ সব বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালির ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এ দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। সকলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।
এ সময় রেঞ্জ কর্মকর্তা,সদর রেঞ্জ ও বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।