
ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহনের দেবীরচর সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এ গাঁজা জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউট পোস্ট লালমোহন কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম মুজতবা, পিও (মেড) এর নেতৃত্বে ভোলা জেলার লালমোহন উপজেলাধীন তেঁতুলিয়া নদী সংলগ্ন দেবীর চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি কাঠের বোটকে তল্লাশী করার নিমিত্তে থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে ধাওয়া করলে তারা দেবীর চর এলাকায় নদীর তীরে বোটটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে উক্ত বোটটি তল্লাশী করে বোটের ভিতরে থাকা মাছ ধরার জালের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তারা।
গাঁজা উদ্ধার অভিযানের পরপর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সন্ধ্যায় উক্ত জব্দ কৃত গাঁজা ও বোটটি লালমোহন থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম ঘটনা নিশ্চিত করে জানান, কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে একটি বোটসহ গাঁজা উদ্ধার করেছে। আইনানুগ ব্যবস্থার কার্যক্রম চলছে।