
মাদারীপুর প্রতিনিধিঃ
দীর্ঘ তিন মাস পর কারামুক্ত হলেন বহুল আলোচিত বিএনপি নেতা মোঃ জাকির হোসেন হাওলাদার। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির সাবেক ত্রান বিষয়ক সম্পাদক। মুক্তির পরই জাকিরের নিজ এলাকা ডাসারে বসে বিএনপির নেতাকর্মীরা তাকে গত রোববার দুপুরে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে বলে পুলিশ জানান।
দলীয় সুত্রে জানাগেছে, গত তিন মাস পুর্বে বিএনপি নেতা মোঃ জাকির হোসেন হাওলাদারকে আত্মগোপন থাকা অবস্থায় ঢাকার মীরপুর পল্লবী থানা এলাকা থেকে একটি গোয়েন্দা পুলিশের টিম কয়েকটি নাশকতা মামলা দেখিয়ে গ্রেফতার করেন। পরে তাকে ঢাকার কাশিপুর কারাগারে প্রেরন করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে কারামুক্তি লাভ করেন। তারএ কারামুক্তির খবরে কালকিনি-ডাসার বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা,ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাকে শ্লোগানে-শ্লোগানে ফুলের মালা দিয়ে বরন করেন নেন। পরে নেতাকর্মীদের নিয়ে একটি মোটরসাইকেল শোডাউন করা হয়।
এ ব্যাপারে কারামুক্ত বিএনপি নেতা জাকির হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে ১৮ থেকে ২০টি মিথ্যা মামলা রয়েছে। আ.লীগ আমাকে মামলা দিয়ে হয়রানি করে আসছে। আমি সকল মিথ্যা মামলা থেকে মুক্তি চাই। আমার অপরাধ আমি কেন বিএনপির রাজনীতি করি। শুধু আমি কেন,বিএনপির কোন কর্মীই মামলাকে ভয় পায় না।