
স্টাফ রিপোটার
নওগাঁর পত্নীতলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: ইউনুছ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড় টার দিকে উপজেলার খড়াইল গ্রামের হাটদিঘীতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইউনুছ ( ৪৩) ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
স্ত্রী ও স্থানীয়রা জানান, ইউনুছ তিন বছর থেকে পুকুরমালিক জুয়েল রানার হাটদিঘীর দেখাশোনার দায়িত্বে ছিলো। দিঘীর পাড়ের বিদ্যুতের তার উঁচু করে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে এলাকাবাসী ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসে।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার সাকিব চৌধুরী মৃত্যু বলে জানান।
পত্নীতলা থানার ওসি (তদন্ত) সেলিম রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।